আইনশৃঙ্খলা রক্ষায় গাজীপুরে পুলিশের তৎপরতা
কার্যাক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচিকে ঘিরে মানুষের জানমাল রক্ষায় নানামুখী তৎপরতা ও নজরদারি বাড়িয়েছে পুলিশ।মোবাইল টহল, চেকপোস্ট বসানোর পাশাপাশি বিভিন্ন জনসমাগমস্থলে বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে।কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
সকাল থেকে নগরীর কোনাবাড়ি, চান্দনা চৌরাস্তা, ভোগড়া বাইপাস, টঙ্গীসহ বিভিন্ন এলাকায় মহাসড়কের বিভিন্ন পয়েন্টে বাড়তি পুলিশ সদস্য অবস্থান করতে দেখা গেছে।
তাদের সতর্ক অবস্থানের পাশাপাশি টহল পুলিশের একাধিক টিম দায়িত্ব পালন করছেন। এছাড়া বিভিন্ন স্থানে চেকপোস্ট বসিয়ে সন্দেহ জনক যানবাহন ও যাত্রীদের তল্লাশি জোরদার করা হয়েছে।
তবে মহাসড়কে যানবাহন চলাচল কিছুটা কম থাকলেও ব্যবসা প্রতিষ্ঠান, পোশাক কারখানাসহ আর্থিক প্রতিষ্ঠান খোলা রয়েছে।
পুলিশ বলছে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সব ধরনের নাশকতা ঠেকাতে পুলিশের পূর্ণ প্রস্তুতি রয়েছে। বাসস্ট্যান্ড, ট্রাকস্ট্যান্ডসহ বিভিন্ন জনসমাগম এলাকায় পুলিশের নজরদারি বাড়ানো হয়েছে। এছাড়া বিভিন্ন থানা এলাকায় একাধিক টিম চেকপোস্ট বসিয়ে কাজ শুরু করেছে।

